কিভাবে বুঝবেন রিক্রুটিং এজেন্সির বৈধতা রয়েছে?

সরকার নিবন্ধিত বৈধ রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচায়ের জন্য আপনি যে কয়টি বিষয় অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে পারেন সেগুলো হলঃ

জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস থেকে তথ্য যাচাইঃ
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে ম্যনপাওয়ার রিক্রুটিং এজেন্সির বৈধতা প্রদান করে । বর্তমানে ব্যাংলাদেশের ৪২ টি জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর শাখা অফিস রয়েছে। অতএব, আপনি যদি ঢাকার বাইরে অবস্থান করেন সেক্ষেত্রে নিজ জেলার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসে উপস্থিত হয়ে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। যেমনঃ কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকার ঠিকানা হচ্ছে ৮৯/২, কাকরাইল, ঢাকা – ১০০০।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নতুন কোন রিক্রুটিং এজেন্সকে বৈধতা বা লাইসেন্স প্রদান করলে তার তথ্য নোটিশের মাধ্যমে Bureau of Manpower, Employment and Training – BMET ওয়েবসাইটে প্রকাশ করে। এভাবে আপনি বিএমইটির ওয়েবসাইট থেকেও যে এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে চাচ্ছেন তার বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। অপরদিকে যদি কোন কারণে কোন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়, সে তথ্যও ওয়েবসাইটটিতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি থেকে তথ্য যাচাইঃ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা সংক্ষেপে BAIRA হচ্ছে বাংলাদেশের দক্ষ, প্রশিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে শিক্ষিত জনশক্তিকে সহযোগিতা করার জন্য একটি সংঘ। বাংলাদেশের সকল বৈধ ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বায়রার সদস্য। আপনি চাইলে বায়রার ওয়েবসাইটে রিক্রুটিং লাইসেন্স নাম্বার প্রবেশ করিয়েও বৈধতা যাচাই করতে পারবেন।

সরকারিভাবে বিদেশের পথে পাড়ি জমাতে চাইলে বিএমইটির রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ জেলার জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে বৈধপথে বিদেশের পথে পাড়ি জমান। অথবা পাড়া – প্রতিবেশী, স্বল্প পরিচিত, দূরের আত্মীয়ের কথায় বিভ্রান্ত না হয়ে বৈধপথে বিদেশে আয়ের জন্য যেতে চাইলে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বৈধ রিক্ট্রুটিং এজেন্সিতে যাবতীয় তথ্যের জন্যও যোগাযোগ করতে পারেন।

শেষকথাঃ
বাংলাদেশের সেরা ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি হিসেবে জেজি আলফালাহ ম্যানেজমেন্ট দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশের বেশ কিছু পরিচিত কোম্পানিগুলোর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাহিদানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী প্রেরণ করে আসছে। অল্প খরচে বিদেশে চাকরির জন্য দালালের কবলে পরে স্বর্বশান্ত না হতে চাইলে আজই যোগাযোগ করুন +880 1711-285848 নাম্বারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

More articles ―